প্রশাসনিক
সভাপতির বার্তা
জনাব মিজানুর রহমান
সভাপতি
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী।
প্রধান শিক্ষকের বার্তা
সালাহউদ্দিন আহমেদ
প্রধান শিক্ষক
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভীমপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একমাত্র সুশিক্ষাই একটি জাতিকে সমৃদ্ধ ও উন্নত করতে পারে। এই মূলমন্ত্রে বিশ্বাস রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে এই বিদ্যাপিঠ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে এই প্রতিষ্ঠান সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়া সুদক্ষ পরিচালনা বোর্ড, সুশৃঙ্খল বিদ্যালয় পরিচালনায় প্রতিজ্ঞাবদ্ধ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর আন্তরিক তত্বাবধানে নিরিবিলি পরিবেশে একজন শিক্ষার্থীকে সুনাগরিক ও আসল মানুষ গড়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট।
তাই আসুন, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ রেখে এই প্রতিষ্ঠানটিকে যাতে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি, তার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সালাহউদ্দিন আহমেদ
প্রধান শিক্ষক।
ছবি | নাম | পদবী |
---|---|---|
জনাব মিজানুর রহমান | সভাপতি | |
জনাব মোঃ রুবেল মিয়া | দাতা সদস্য | |
জনাব সালাহউদ্দিন আহমেদ | সদস্য সচিব | |
জনাব ওবায়দুর রহমান | অভিভাবক সদস্য-১ | |
জনাব গোলজার হোসেন | অভিভাবক সদস্য-২ | |
জনাব মোঃ ওবায়দুর রহমান | অভিভাবক সদস্য-৩ | |
জনাব মোঃ ওহিদ মোল্যা | অভিভাবক সদস্য-৪ | |
জনাব আইয়ুব আলী মৃধা | সাধারণ শিক্ষক প্রতিনিধি-১ | |
জনাব মোঃ সাহেব আলী | সাধারণ শিক্ষক প্রতিনিধি-২ | |
জনাব ইতিকা রানী কুন্ডু | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | |
জনাব মোছাঃ নবিরন বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি |
নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
---|---|---|---|
কোন তথ্য সংযুক্ত হয়নি। |