একাডেমিক
ইউনিফর্ম
নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোন ছাত্র-ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না। স্কুল ইউনিফর্ম (জামা, টাই, পরিচয়পত্র, জুতা- মোজা) ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাসে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
স্কুলের ইউনিফর্মের বর্ণনা
ছেলেদের ইউনিফর্ম: সাদা শার্ট, নেভি ব্লু কালারের প্যান্ট, ¯স্কুল মনোগ্রাম সহ নেভি ব্লু কালারের টাই, সাদা কেডস, সাদা মোজা, পরিচয় পত্র।শীতকালের জন্য নেভি ব্লু কালারের সোয়েটার স্কুল মনোগ্রাম সহ পরতে পারবে।
মেয়েদের ইউনিফর্ম: স্কুল মনোগ্রাম সহ ফিরোজা কালারের কামিজ গোল গলা ও থ্রি কোয়ার্টার হাতা হতে হবে এবং সাদা ক্রস ওড়না ও কোমড়ে সাদা বেল্ট এবং সাদা সালোয়ার এছাড়া সাদা জর্জেটের ওড়না ব্যবহার করতে পারবে।এবং সাদা মোজাসহ সাদা কেডস ও পরিচয় পত্র গলায় ঝুলানো থাকবে। শীতকালের জন্য ফিরোজা কালারের সোয়েটার স্কুল মনোগ্রাম সহ পরতে পারবে।